জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দেওয়া বক্তব্যে ‘জনমনে বিভ্রান্তি’ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন।
তার প্রশ্ন, নির্বাচন কবে হবে এ কথা বলার ক্ষমতা প্রেস সচিব কে দিলেন?
বুধবার দুপুরে রাজধানীতে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন এমন প্রশ্ন তোলেন।
তিনি বলেন, “নির্বাচন নিয়ে… উনাদের (অন্তর্বর্তী সরকারের) বক্তব্য কোনটা বিশ্বাস করব? প্রধান উপদেষ্টা বললেন, ডিসেম্বরের শেষের দিকে (২৫ সাল) এবং ২৬ সালের প্রথম দিকে নির্বাচন হতে পারে।”
“পরের দিনই উনার (প্রধান উপদেষ্টা) প্রেস সচিব বললেন, এটা আবার ২৬ সালের জুন মাস পর্যন্ত যেতে পারে। উনাকে (প্রেস সচিব) ক্ষমতা কে দিল?”
প্রধান উপদেষ্টাকে সবাই মিলে, দেশের মানুষ মিলে মনোনীত করেছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।