প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ক্লাস-পরীক্ষা শেষ করতে প্রতি বছর শিক্ষাপঞ্জি প্রকাশ করে সরকার। তাতে কতদিন ক্লাস হবে ও কতদিন ছুটি হবে তা জানিয়ে দেওয়া হয়। এবারও ২০২৫ সালের শিক্ষাপঞ্জির খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাতে আগামী ১ জানুয়ারি শিক্ষাবর্ষ শুরু হবে। জুনে অর্ধবার্ষিক ও নভেম্বরে বার্ষিক পরীক্ষা হবে বলে উল্লেখ রয়েছে। তবে এ শিক্ষাপঞ্জি মেনে ক্লাস-পরীক্ষা শেষ করা নিয়ে এখনই প্রশ্ন তুলেছেন শিক্ষক-অভিভাবকরা।
কারণ হিসেবে তারা পাঠ্যবই ছাপা ও বিতরণে দেরির বিষয়টি সামনে এনেছেন। তাদের ভাষ্য, এবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বিনা মূল্যের পাঠ্যবই ছাপাতে বেশি দেরি করছে। ডিসেম্বরের মাঝামাঝিও এখনো সাতটি শ্রেণির বই ছাপার কাজ শুরু করতে পারেনি। ফলে বই ছাপিয়ে তা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে মার্চ-এপ্রিল গড়াবে। শিক্ষাবর্ষ শুরুর চারমাস পর শিক্ষার্থীরা বই হাতে পেলে শিক্ষাপঞ্জি লন্ডভন্ড হয়ে যাবে।