শীতে ডেনিমের জ্যাকেট পরতে পছন্দ করেন নারী-পুরুষ উভয়ই। জ্যাকেটে দেখতে যেমন স্মার্ট লাগে তেমনই সুন্দর ফ্যাশন করা যায়। আজ থেকে ১৫ বছর আগেও জ্যাকেটের এত ধরনের ছিল না। তখন কার্ডিগান বেশি প্রচলিত ছিল।
এবারের ফ্যাশন ট্রেন্ডে কারুকাজসম্পন্ন ডেনিম জ্যাকেটই পছন্দ করছেন নারীরা। বর্তমানে লং কোট, জ্যাকেট এসবই বেশি চলছে। জ্যাকেট একসময় খুব দামী বলেই ধরা হত। বিশেষত লেদার আর জিনসের জ্যাকেট। ফ্যাশনে ডেনিম জ্যাকেট অনেক দিন ধরেই আছে। আর এই জ্যাকেট যে দেখতেও বেশ লাগে তা নিয়ে সন্দেহ নেই।