শত শত বছর আগে থেকে আমাদের জনপদে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য নৃগোষ্ঠী একসঙ্গে বসবাস করে আসছে। কিন্তু তাদের মধ্যে তেমন কোনো সমস্যা অতীতে ছিল না, এখনো নেই বলে আমরা মনে করি। আমাদের বসবাসের ধরন দেখলে কারো মনে হবে না যে আমরা আলাদা কোনো সত্তা। তবে কোনো বিশেষ কারণে আমাদের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীকে একে অপর থেকে আলাদা মনে করিয়ে দেয়।
এ কথা সত্য যে আমরা ধর্মীয়ভাবে আলাদা এবং প্রত্যেকে যার যার ধর্ম পালন করি। যার যার ধর্ম পালনে আমাদের স্বাধীনতা আছে। একসঙ্গে চলা এবং ওঠাবসার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা আছে বলে আমাদের মনে হয় না। আমরা যে একসঙ্গে বসবাস করি, তা সম্ভব হয়েছে আমাদের সাংস্কৃতিক অভিন্নতার কারণে।