এ বছর প্রায় শেষ। বাকি আছে মাত্র ১৫ দিন। হলিউডের বক্স অফিস এ বছর বেশি আয় করা সিনেমা তেমন পায়নি। মার্ভেলের ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ ও অ্যানিমেশনের দু-একটি সিনেমা ব্যবসা দিয়েছে বেশি। যেসব সিনেমা নিয়ে আশা করা হয়েছিল, তার মধ্যে হতাশ করেছে ‘জোকার: ফোলি আ দু’। তবে মাঝারি মানের ব্যবসা দিয়েছে রিডলি স্কটের ‘গ্ল্যাডিয়েটর টু’। বছরের শেষে বক্স অফিসের মান রেখেছে ‘মোয়ানা টু’ ও ‘উইকেড’।
থ্যাংকসগিভিংয়ে মুক্তি পেয়েছিল এ দুই সিনেমা। দুটোই বক্স অফিসে ভালো করেছে। আয়ের ক্ষেত্রে বজায় রেখেছে ধারাবাহিকতা। মোয়ানা টু মুক্তি থেকে এ পর্যন্ত সময়ে মোট আয় করেছে প্রায় ৩২ কোটি ডলার।
কিন্তু হতাশ করেছে সোনির ‘ক্র্যাভেন: দ্য হান্টার’। সিনেমাটি নিয়ে দর্শক ও বক্স অফিসের বেশ আশা ছিল। কিন্তু আর-রেটেড এ সিনেমা মুক্তির পর পরই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। শো দেখতে দর্শকের কোনো খবর নেই। বলা হচ্ছে, মোটের ওপর ১ কোটি ১০ লাখ ডলারের মতো ওপেনিং পেয়েছে এ সিনেমা।