ব্যবসায়ীদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে হবে

বণিক বার্তা সম্পাদকীয় প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৩

শিল্প খাতের বিকাশে সরকারের ভর্তুকি বা প্রণোদনা সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু টেকসই শিল্প খাত গড়ে তুলতে প্রয়োজন ব্যবসায়ীদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি। নয়তো একদিকে সরকারের প্রণোদনা দেয়ার লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাহত হয়, অন্যদিকে ব্যবসায়ী ও উদ্যোক্তারা প্রণোদনা কাঠামোর বাইরে আসতে পারেন না। এর প্রমাণ পাওয়া যায় দেশের শিল্প খাতের দিকে তাকালেই।


যেমন রফতানিকে উৎসাহিত করার জন্য সরকার ৪৩ খাতে নগদ প্রণোদনা দিয়ে আসছে। ২০০৯-১০ থেকে ২০২২-২৩ অর্থবছর—এ ১৪ বছরে প্রণোদনা দেয়া হয়েছে মোট ৬২ হাজার ৫৫১ কোটি টাকা। এত বিপুল অংকের প্রণোদনা পাওয়ার পরও কেবল পোশাক খাত ছাড়া রফতানির অন্য খাতগুলো সেভাবে এগোতে পারেনি। বরং বাস্তবতা হলোর, তৈরি পোশাকসহ কিছু পণ্য রফতানি খাত প্রতিষ্ঠিত হয়ে গেলেও প্রণোদনা কাঠামো থেকে বেরিয়ে আসতে পারছে না। অথচ প্রয়োজন ছিল প্রণোদনা কাজে লাগিয়ে শিল্প খাতের সম্প্রসারণ, বহুমুখীকরণ ও গুণগত মানোন্নয়নের মাধ্যমে নিজস্ব সক্ষমতা বাড়ানো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us