অদূর ভবিষ্যতে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেছেন, “আগামী দিনে যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত।”
সোমবার সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, “আমরা বিশ্বাস করি, সামনে যে বাংলাদেশ হবে- সে বাংলাদেশে কখনো কোনো ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে না। আগামী দিনে যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশের সমস্ত ক্ষমতার কেন্দ্রে থাকবে বাংলাদেশের জনগণ।”
তিনি বলেন, “আমরা চল্লিশকে ধারণ করি, সাতচল্লিশকে ধারণ করি, একাত্তরকে ধারণ করি, নব্বই, চব্বিশ বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের যত গণ আন্দোলন, মুক্তির যত সংগ্রাম- সবগুলোকে আমরা ধারণ করি।”
ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনে যারা সংগঠক হিসেবে কাজ করেছেন, তাদের মধ্যে অন্যতম ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও অধুনালুপ্ত গণতান্ত্রিক ছাত্রশক্তির সভাপতি আখতার হোসেন।