পাঁচবার বিয়ের পরও নিজের শৈশব নিয়ে বিস্ফোরক মন্তব্য কবীর সুমনের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৬:১৭

বাংলা গানের জগতের অন্যতম চর্চিত নাম কবীর সুমন। তার গান মানেই বিপ্লব। যে কারণে ভক্তদের কাছে তিনি গানওয়ালা। গানের আঙিনা পেরিয়ে রাজনীতির জগতেও চর্চিত নাম তিনি। সক্রিয় রাজনীতির অংশ না হলেও মমতার কট্টর সমর্থক। 


বয়স ৭৬-এর গণ্ডি পার করে ফেলেছেন। তার ব্যক্তিগত জীবন সবসময়ই থেকেছে আতসকাচের তলায়। কোনওকিছুতেই রাখঢাক নেই। পাঁচবার বিয়ে করেছেন, কিন্তু টেকেনি দাম্পত্য সম্পর্ক।


সুন্দরী নারীদের জন্যই তার বেঁচে থাকা, সে-কথাও বহুবার বলতে শোনা গেছে। কিন্তু এবার নিজেকে সমকামী বলে দাবি করলেন কবীর সুমন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে কবীর সুমন জানান, ছোটবেলায় তিনি ‘হোমো-সেক্সুয়াল’ ছিলেন।


কবীর সুমন বলেন, ‘আমি খুব ছোটবেলায়, ১৬ বছর বয়সে হোমো-সেক্সুয়াল ছিলাম। তারপর আর সমকামী নই। একটা সময় থেকে আমার নারীদের বেশি ভালো লাগে। এখনও ভালো লাগে।’ 


ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। দুই দেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনাও ঘটেছে। সেসময় ফেসবুকে গর্জে উঠে কবীর সুমন বলেছিলেন, ‘পতাকার চেয়ে ভালোবাসা বড়’। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us