শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৪: মুক্তির আলোয় ইতিহাসের সাক্ষী

জাগো নিউজ ২৪ ড. মতিউর রহমান প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এ বছর শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন একটি ভিন্ন প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করে। এই গণঅভ্যুত্থান জাতির মধ্যে নতুন এক রাজনৈতিক চেতনা ও গণতান্ত্রিক আবেগ সৃষ্টি করেছে, যা বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মূল্যবোধের সঙ্গে গভীরভাবে সংযুক্ত।


শহিদ বুদ্ধিজীবী দিবসের এ বছরের উদযাপন শুধুমাত্র অতীতের শহিদদের স্মরণে সীমাবদ্ধ নয়; বরং এটি বর্তমান প্রজন্মের নতুন আন্দোলন ও পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। ছাত্র-জনতার এই অভ্যুত্থান শহিদ বুদ্ধিজীবীদের ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ একটি বাংলাদেশের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এ বছরের আয়োজনগুলোতে তাই ঐতিহাসিক স্মৃতিচারণের পাশাপাশি সাম্প্রতিক আন্দোলনের চেতনা প্রতিফলিত হয়, যা জাতির ভবিষ্যত নির্মাণে শহিদদের আত্মত্যাগের গুরুত্বকে আরও গভীরভাবে উপলব্ধি করায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us