বাংলাদেশের প্রশাসনের বিরুদ্ধে সাধারণ জনগণের অভিযোগের মধ্যে দুর্নীতি, ঘুস, জবাবদিহিতার অভাব, স্বজনপ্রীতির চর্চা এবং অদক্ষতা অন্যতম। এসব অভিযোগ শুধু প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে না, বরং দেশের প্রশাসনের সুনাম এবং জনসেবার মানকে সংকটাপন্ন করে তুলেছে। তবে এ সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে উপাদান দুটি প্রশাসনকে দুর্বল ও রোগগ্রস্ত করে তুলছে তা হলো অযাচিত রাজনৈতিক প্রভাব এবং অভ্যন্তরীণ "বস কালচার।
রাজনীতি প্রশাসনে গভীরভাবে প্রভাব ফেলছে, যা দেশের প্রশাসনিক কাঠামোকে দলীয় রঙে রাঙিয়ে ফেলছে। রাজনৈতিক দলগুলোর প্রভাবের কারণে প্রশাসনিক সিদ্ধান্তগুলো অনেক সময় ব্যক্তিস্বার্থ ও দলীয় স্বার্থের জন্য নেয়া হয়, যা দেশ ও জনগণের জন্য অত্যন্ত ক্ষতিকর। ফলে প্রশাসন আর জনগণের সেবক হিসেবে কাজ করতে পারে না, বরং তারা রাজনৈতিক সুবিধা অর্জনকে প্রাধান্য দিতে থাকে।