চলমান শ্রম আন্দোলনের কারণে সাভারের আশুলিয়ার আটটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। তার মধ্যে গতকাল বৃহস্পতিবার বন্ধ করা হয় ছয়টি। এ ছাড়া শ্রমিকেরা কর্মবিরতি কর্মসূচি পালন করায় এদিন ২১টি কারখানার উৎপাদন ব্যাহত হয়। ১৫-২০ শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধি বা ইনক্রিমেন্ট ও নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে শ্রমিকেরা আন্দোলন করছেন।
আশুলিয়ায় গত বুধবার পঞ্চম দিনের মতো এমন ঘটনা ঘটেছে। শ্রম মন্ত্রণালয়ে গত সোমবার মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে পাঁচ ঘণ্টা দর–কষাকষির পর সরকারপক্ষের সমঝোতায় নিম্নতম মজুরি কাঠামো পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত অতিরিক্ত ৪ শতাংশ ইনক্রিমেন্ট চূড়ান্ত হয়। তার আগের দিন আশুলিয়ার একাধিক কারখানায় শ্রমিকেরা ১৫-২০ শতাংশ ইনক্রিমেন্টসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন। শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন এমন কারখানার সংখ্যা সোমবার থেকে বাড়তে শুরু করে। এ রকম পরিস্থিতিতে গত বুধবার প্রথমে নাসা গ্রুপ তাদের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।