বিশ্বব্যাপী গড়ে প্রতিটি মানুষ ডিজিটাল ডিভাইসের স্ক্রিনের সামনে দিনের ৬ ঘণ্টা ৪০ মিনিট সময় ব্যয় করেন। স্মার্টফোন, কম্পিউটার, ট্যাবলেট ও ল্যাপটপের সহজলভ্যতা এবং ডিভাইসগুলো সাশ্রয়ী হওয়া এর মূল কারণ হিসেবে উল্লেখ করছেন বিশ্লেষকরা। এছাড়া সোশ্যাল মিডিয়া ও অনলাইন বিনোদনের জনপ্রিয়তা এবং ই-লার্নিংয়ের প্রবণতা বাড়ায় মানুষ এখন বেশি সময় স্ক্রিনের সামনে ব্যয় করছে। অনলাইন রিসোর্স ও ডাটা বিশ্লেষণ প্লাটফর্ম ডিমান্ডসেইজের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।