বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত!
হ্যাঁ, ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজকের ভোটাভুটিতে ‘বিনা প্রতিদ্বন্দ্বিতা’তেই নির্বাচিত হয়েছে সৌদি আরব। ভোট যে হয়নি তা নয়। গতকাল ভার্চ্যুয়াল ফিফা কংগ্রেসে আয়োজক চূড়ান্ত করতে সদস্য দেশগুলোকে ভোট দিতে বলেছিল ফিফা। সেই ভোটে একটাই প্রার্থী, সৌদি আরব। ফিফার পক্ষ থেকে নামটি বলার পর সদস্যরা শুধু হাত তালি দিয়ে সমর্থন জানিয়েছেন। এই সমর্থনই ভোট।
তবে সৌদি আরবের বিশ্বকাপ আয়োজক স্বত্ব পাওয়াকে ভালো মনে করছে না মানবাধিকার সংস্থাগুলো। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ ২১টি মানবাধিকার সংস্থার যৌথ বিবৃতিতে বলা হয়, ‘অধিবাসী, অভিবাসী কর্মী ও দর্শনার্থী সমর্থকদের জন্য সুপরিচিত ও গুরুতর ঝুঁকি থাকা সত্ত্বেও সৌদি আরবকে টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব প্রদানবিষয়ক ফিফার সিদ্ধান্তটি একটি বড় বিপদের মুহূর্ত চিহ্নিত করছে।’