৫২ বছর পরও বন্ধুত্বের বন্ধনে বাঁধা ৭০ ছুঁই চার নারী

প্রথম আলো প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭

৫২ বছর আগের কথা। ১৯৭২ সালের গ্রীষ্মকাল। যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের ওয়েস্ট রিডিং শিল্পাঞ্চলের চার কিশোরী তাঁদের প্রথম ছুটির সপ্তাহ একসঙ্গে কাটানোর পরিকল্পনা করেন। যেই ভাবা, সেই কাজ। মা–বাবাকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে দূরের নৈসর্গিক এলাকা ইংলিশ রিভেরায় চলে যান তাঁরা। পরে ছুটি কাটানোর নানা মুহূর্তে বাঁধা পড়েন একই ফ্রেমে। এরপর সেই ছবি নিয়ে বাড়ি ফেরেন।


কৈশোরের আনন্দঘন মুহূর্তের এমনই একটি ছবিতে স্বাধীনচেতা ওই কিশোরীদের হাতে হাত বেঁধে, রঙিন পোশাক পরে ইংল্যান্ডের সাগরতীরের অবকাশ শহর টর্কুয়ের রাস্তায় হাস্যোজ্জ্বল অবস্থায় হাঁটতে দেখা যায়।


স্কুলজীবনের ওই সময় কবে পেরিয়ে গেছে। আনন্দের মুহূর্তও রাখা যায়নি আটকে। একে একে কেটে গেছে ৫২ বছর। তবে চার কিশোরীর পাঁচ দশক আগের বন্ধুত্বে আজও ফাটল ধরেনি। বন্ধুত্ব আছে সেই আগের মতোই অক্ষয় ও অমলিন। ৭০ ছুঁই বয়সে এসে গত অক্টোবরে আবারও টর্কুয়েতে ভ্রমণে গিয়েছেন তাঁরা। ধরা পড়েছেন কৈশোরের ছবির মতোই হাতে হাত ধরে, রঙিন পোশাক ও হাস্যোজ্জ্বল চেহারাতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us