বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য কত রকম পুরস্কারই না থাকে। কিন্তু সম্প্রতি চীনে একটি হাফ-ম্যারাথনে বিজয়ীদের জন্য যেসব পুরস্কার রাখা হয়েছে, তা জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কারণ, প্রতিযোগিতার আয়োজকেরা যে পুরস্কার হিসেবে রেখেছেন আস্ত একটি গরু। সেই সঙ্গে আছে মাছ, মুরগি আর হাঁস।
অপ্রচলিত এই পুরস্কার ঘোষণা করে নিজেদের উদ্দেশ্যে দারুণ সফল হয়েছেন আয়োজকেরা। পুরস্কারের নাম শুনে জনমনে ভীষণ আগ্রহের জন্ম হয়েছে। অনেককেই ওই প্রতিযোগিতায় বেশ আগ্রহের সঙ্গে অংশ নিতে দেখা যায়।