রূপকথার গল্প নিয়ে আলোচিত সিনেমা ‘উইকড’ এই তালিকায় শীর্ষ রয়েছে। সিনেমাটির রেটিং ৮.১। এটি ৮২তম গোল্ডেন গ্লোবেও সেরা সিনেমা হিসেবে মনোনয়ন পেয়েছে।ছবি: আইএমডিবি
টিভি সিরিজ ‘আর্কেন’–এর আইএমডিবি রেটিং ৯.১। নভেম্বরে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের এই অ্যানিমেশন সিরিজটি এখনো ভক্তদের কাছে আগ্রহের হয়ে উঠছে। ইতিমধ্য সিরিজটি আইএমডিবিতে সাড়ে তিন লাখ ভোট পেয়েছে।ছবি: আইএমডিবি