২০২১ সালে কোভিড মহামারি যখন মধ্য গগনে, সেই সময় ‘নেটফ্লিক্সে’ একটি সিনেমা মুক্তি পেয়েছিল। লিওনার্দো ডি'কাপ্রিও ও জেনিফার লরেন্স অভিনিত সিনেমাটির নাম ছিল ‘ডোন্ট লুক আপ’।
অর্থাৎ, উপরে তাকিও না। সিনেমাটি ছিল, পৃথিবীর সঙ্গে গ্রহাণুর আঘাতের বিপদ বিষয়ে। যে বিপদকে অস্বীকার করেছিলেন গোটা পৃথিবীর রাষ্ট্রনেতারা। বাস্তবে এমনটা ঘটলে কী হতে পারে, তার একটা ঝলক দেখা গেল রাশিয়ার ইয়াকুতিয়ায়। মঙ্গলবার (৩ ডিসেম্বর), ইয়াকুতিয়ার আকাশ আলোকিত করেছিল একটা আগুনের গোলা। আদতে, সেটি ছিল একটি গ্রহাণু।