বিশ্বব্যাপী সাইবার হামলা বেড়েছে ৭৫%, সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা-গবেষণা খাত

বণিক বার্তা প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৩১

২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী প্রতিটি প্রতিষ্ঠান সাপ্তাহিক গড়ে ১ হাজার ৮৭৬টি সাইবার আক্রমণের সম্মুখীন হয়েছে। এ সংখ্যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ ও আগের প্রান্তিকের তুলনায় ১৫ শতাংশ বেশি। সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান চেক পয়েন্টের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।


প্রকাশিত প্রতিবেদন বলছে, এ সময় সাইবার হামলায় সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ছিল শিক্ষা ও গবেষণা খাত। এ ধরনের প্রতিটি প্রতিষ্ঠানে গড়ে ৩ হাজার ৮২৮টি সাপ্তাহিক আক্রমণ রেকর্ড করা হয়েছে। এর পরেই ছিল সরকার/সামরিক ও স্বাস্থ্যসেবা খাত। এসব প্রতিষ্ঠান সপ্তাহে যথাক্রমে ২ হাজার ৫৫৩ ও ২ হাজার ৪৩৪টি আক্রমণের সম্মুখীন হয়েছে। গত প্রান্তিকে সবচেয়ে বেশি সাইবার হামলা বেড়েছে হার্ডওয়্যার শিল্পে, যা বার্ষিক হিসাবে ১৯১ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us