চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে বাংলাদেশে লাইফ ইনস্যুরেন্স কোম্পানিগুলোর প্রায় তিন লাখ ৪৭ হাজার পলিসি বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, গ্রাহকদের আর্থিক অবস্থার অবনতি, রাজনৈতিক পালাবদল ও দেশের বিস্তীর্ণ অঞ্চলে বারবার বন্যার কারণে মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। ফলে তারা পলিসি চালিয়ে যেতে পারেননি।
খাত সংশ্লিষ্টরা আরও মনে করছেন, এ ছাড়া অস্পষ্ট তথ্য ও দেশের বিমা খাতের প্রতি আস্থাহীনতার কারণেও পলিসি বন্ধ হয়ে গেছে।
বিমা নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে মোট ৩৬টি লাইফ ইনস্যুরেন্স কোম্পানির প্রায় ১৫ লাখ ৪২ হাজার গ্রাহকের পলিসি বন্ধ হয়েছে। চলতি বছরে সেই অবস্থার খুব বেশি উন্নতি হয়নি।
২০২৪ সালের প্রথম নয় মাসে পলিসি বাতিলের শীর্ষে আছে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি। এই সময়ে কোম্পানিটির ৫৬ হাজার ৩৩৮ জন গ্রাহক বিভিন্ন ধরনের বিমার পলিসি দেওয়া বন্ধ করে দেন।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।