হৃদ‌রো‌গে আক্রান্ত সংগীতশিল্পী তপন চৌধুরী

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ১৩:৫১

দেশ বরণ্যে সংগীতশিল্পী তপন চৌধুরী এখন কানাডা প্রবাসী। সত্তরের দশকের শেষভাগ থেকে সংগীতের সঙ্গে সম্পৃক্ত ‍তিনি। ‘মন শুধু মন ছুঁয়েছে’ তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।  


এ সংগীতশিল্পী হৃদ‌রো‌গে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী।


পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘গত ৪ দিন আগে শ্রদ্ধেয় শিল্পী তপন চৌধুরীর হার্ট এট‍্যাক হয়েছে এবং গত পরশু তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি আজ হাসপাতাল থেকে তার বাসায় ফিরেছেন। আপনারা সবাই তার জন্য মন থেকে দোয়া করবেন তিনি যেনো সুস্থ হয়ে উঠেন।’


১৯৭৯ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি পরিবেশন করার পর সংগীত প্রেমীদের মাঝে সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সোলস ব্যান্ডের সাথে ২২ বছর কাজ করার পর তিনি একক সঙ্গীতশিল্পী হিসেবে কাজ শুরু করেন। তিনি প্রায় ৩০০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us