ইন্দোনেশিয়ার উপকূলে শতাধিক রোহিঙ্গা উদ্ধার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ১৯:২২

ইন্দোনেশিয়ার উপকূলে নৌকাডুবির এক ঘটনার পর নারী ও শিশুসহ শতাধিক রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। শনিবার ইউএনএইচসিআরের কর্মকর্তা ফয়সাল রহমান ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।


বৌদ্ধ-সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে নিপীড়নের শিকার সংখ্যালঘু রোহিঙ্গারা প্রায়ই নৌকায় চেপে মিয়ানমার এবং বাংলাদেশ থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ এই অঞ্চলের অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করেন।


ফয়সাল রহমান বলেছেন, আমরা ইন্দোনেশিয়ার পূর্ব আচেহ সরকারের কাছ থেকে মোট ১১৬ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধারের বিষয়ে তথ্য পেয়েছি। এই শরণার্থীরা এখনও সমুদ্র সৈকতে রয়েছেন। উদ্ধারের পর এই সংখ্যালঘু রোহিঙ্গাদের কোথায় নেওয়া হবে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us