রোহিঙ্গাদের এনআইডি পেতে তৎপরতা নিয়ে ইসির সর্তকতা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪, ২৩:০৬

দেশের বিভিন্ন জেলা বা উপজেলা নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে রোহিঙ্গাদের তৎপরতার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছে নির্বাচন কমিশন।


এ ধরনের তথ্য পেলে নির্বাচন কমিশনে (ইসি) জানাতে অনুরোধও করেছে সংস্থাটি।


বৃহস্পতিবার কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন জেলা, উপজেলার নির্বাচন অফিসে রোহিঙ্গাদের এনআইডি সংগ্রহের চেষ্টার কথা তুলে ধরেন।


বাংলাদেশের নাগরিক না হলে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সুযোগ না থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এরপরও বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি বা দালাল চক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছে। যেটি ২০০৯ সালের ভোটার তালিকা আইন এবং ২০১০ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইন, অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।


এ ধরনের ঘটনার কোনো তথ্য পেলে তা জানানোর অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন কোনো তথ্য পেলে তা নির্বাচন কমিশনের স্থানীয় উপজেলা, জেলা নির্বাচন অফিস, আঞ্চলিক নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ের টেলিফোনে (০২-৫৫০০৭৬০০) জানানো যাবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
৮ মাস, ৩ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us