ছেলে হারানোর কথা বলতে গিয়ে কাঁদলেন, কাঁদালেন তাঁরা

প্রথম আলো প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪, ২৩:০০

স্মরণসভায় ছেলে হারানোর কথা বলতে গিয়ে নিজেরা যেমন কেঁদেছেন, তেমনি কাঁদিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত মানুষদের। আজ বৃহস্পতিবার জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মৃতিতে স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেখানে স্বজনদের বক্তব্যে ওই আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।


নোয়াখালী জেলা শিল্পকলা একডেমিতে এ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন প্রাইভেট কারের চালক মামুন হোসেনের মা ফাতেমা বেগম। মামুন হোসেন ঢাকার মহাখালীতে ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ছেলের স্মৃতি টেনে এনে ফাতেমা বেগম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে বলেন, ‘আপনারা সরকারি চাকরি করেন ঠিক আছে, কিন্তু আপনারা আমাদের মতো সাধারণ মায়েদের কথা খেয়াল রাখবেন। সরকারি চাকরি করেন বলে এভাবে মায়েদের বুক খালি করবেন না। ছোট ছোট শিশুদের তাঁদের বাবার আদর থেকে বঞ্চিত করবেন না।’

ফাতেমা বেগম বলেন, ‘আমার ছেলের কোনো দোষ ছিল না। আমার ছেলে মসজিদ থেকে বের হয়েছে, এমন সময় একটা গুলিতে আমার ছেলের জীবন ধ্বংস হয়ে গেছে। সবাই বলেছে আমাকে মামলা করতে। আমি কার বিরুদ্ধে মামলা করব। আমি শুধু এইটাই জানি, পুলিশের গুলিতে আমার সন্তান মারা গেছে। আমি কীভাবে আমার সন্তান হারানোর ব্যথা ভুলব। তাঁর রেখে যাওয়া তিন বছরের ছেলেকে কীভাবে মানুষ করব? এভাবে কেন আমার ছেলেকে অকালে মরতে হলো?’ ফাতেমা বেগম যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন মিলনায়তনে উপস্থিত অনেকেই চোখ মুছছিলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us