বেড়াতে যাচ্ছেন? ৫-৪-৩-২-১ নিয়মে ব্যাগ গোছান

প্রথম আলো প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪, ২১:০০

কোথাও বেড়াতে যাওয়ার আগে ব্যাগ গোছানোটা অনেকের কাছেই জটিল এক কাজ। এত এত পোশাক, তার মধ্যে থেকে কোনটা নেব? কয়টা নেব? বেড়াতে গিয়েও নিজেকে ফ্যাশনেবল রাখতে বেছে নিতে পারেন ৫-৪-৩-২-১ মেথড।


৫-৪-৩-২-১ মেথড কী?


৫-৪-৩-২-১ মেথড মূলত একটি প্যাকিং টেকনিক। ট্যুরে কোন জামা নিয়ে যাব, কোনটা কখন পরব, এই নিয়ে চিন্তা ভাবনার শেষ নেই। সেই ট্যুর এক সপ্তাহের হোক কিংবা দুই দিনের, পোশাক হওয়া চাই ফিটফাট। অনেকে তো সপ্তাহখানেক আগে থেকেই শুরু করে দেন ব্যাগ গোছানো। তাই বলে ব্যাগভর্তি জামাকাপড় নিয়ে তো ট্যুরে রওনা দেওয়া সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সঠিক প্যাকিং টেকনিক। তেমনই এক টেকনিক বাতলে দিয়েছেন ট্রাভেল ভ্লগার জেনেভা ভ্যান্ডারজিল। কাজের জন্য বছরে প্রায় ১৫০ দিন বাড়ির বাইরে থাকতে হয় জেনেভাকে। তবে এত কিছুর মধ্যেও নিজের ফ্যাশন স্টাইলকে অবহেলা করেন না তিনি। বরং এত দিনের ভ্রমণ অভিজ্ঞতা থেকে নারীদের জন্য তৈরি করেছেন অনন্য একটি প্যাকিং মেথড। যেখানে প্রয়োজন আর স্টাইল—দুইটিই প্রাধান্য পাবে।


কী থাকছে এই মেথডে?  


নারীদের জন্য তৈরি এই প্যাকিং মেথডে পোশাককে পাঁচটি আলাদা ভাগে ভাগ করা হয়েছে। এমনভাবে প্যাকিং করা হয়েছে, যাতে ট্যুর দুই দিনের হোক কিংবা দুই সপ্তাহ, স্টাইলে কোনোভাবেই ভাটা না পড়ে। এই মেথডে কী কী জায়গা পাচ্ছে ব্যাগে? পাঁচটি টপস, চারটি বটমস, তিন জোড়া জুতা, দুইটি ড্রেস, এক সেট অ্যাক্সেসরি। এভাবে পোশাক নিলে ২০ ভাবে সেগুলো পরা সম্ভব। রিডার্স ডাইজেস্টে নিজের সর্বশেষ ট্যুরের প্যাকিং লিস্ট শেয়ার করেছেন ভ্লগার জেনেভা ভ্যান্ডারজিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us