আমাকে রংপুরের উপদেষ্টা মনে করুন: প্রধান উপদেষ্টা

যুগান্তর প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪, ২০:০২

নিজেকে রংপুরের সন্তান উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করি। কারণ জুলাই বিপ্লবের শহিদ আবু সাঈদের সাহস এবং ত্যাগ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।


তিনি বলেন, ‘আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবেও বিবেচনা করুন’।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে তাদেরকে তিনি এসব কথা বলেন।


এ সময় একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টা শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র এই শহিদ পরিবারের হাতে তুলে দেন।


সনদপত্রটি গ্রহণ করেন শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শহিদ আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া।


প্রধান উপদেষ্টা শহিদ আবু সাঈদের বাবা-মায়ের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us