মামুনুর রশীদকে অভিনয় করতে মানা? কী বলেছেন জামিল আহমেদ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪, ১৯:৪৩

দেশের বর্তমান বাস্তবতায় শিল্পকলার মঞ্চে মামুনুর রশীদকে ‘কিছুদিন অভিনয় না করার’ পরামর্শ দিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।


তবে এটা কোনো ‘অফিসিয়াল সিদ্ধান্ত নয়’ বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তিনি।


এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছেন জামিল আহমেদ। নাট্যকর্মীদের অনেকেই তার এমন বক্তব্যের নিন্দা জানিয়ে ফেইসবুকে পোস্ট লিখছেন।


বর্ষিয়ান অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদারকেও মহাপরিচালক অভিনয় করতে মানা করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ লিখছেন।


তবে ফেরদৌসী মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “আমাকে কেউ এরকম কিছু বলেননি।”


এ বিষয়ে জানতে চাইলে মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “রাঢ়াঙ নাটকটিতে আমি যেন ‘কিছুদিন অভিনয় না করি’, সেটি আমাকে বলেছেন শিল্পকলার মহাপরিচালক।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us