গুলশানে হাজার কো‌টির সম্পদ, বি‌ক্রি করে অর্থ ফেরত আনা হবে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪, ১৯:১২

ন্যাশনাল ব্যাংকের টাকা যারা লুট করেছে ইতোমধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে অনেকের রাজধানীর গুলশানের মতো জায়গায় হাজার কো‌টি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। তারা ব্যাংকের টাকা ফেরত না দিলে এসব সম্পদ বি‌ক্রি করে অর্থ আদায় করা হবে।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।


সংবাদ সম্মেলনে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, পরিচালক জাকারিয়া তাহের, স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, মো. আব্দুস সাত্তার সরকার, ড. মেলিতা মেহজাবিন, মো. জুলকার নায়েন উপস্থিত ছিলেন।


ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, সাম্প্রতিককালে ব্যাংকিং খাতসহ সামগ্রিক অর্থনীতি চরম মন্দা ও তারল্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যার মধ্যে ন্যাশনাল ব্যাংকও রয়েছে। এছাড়া ন্যাশনাল ব্যাংক থেকে অনিয়ম করে অনেক টাকা বের করে নেওয়া হয়েছে। ফলে ব্যাংকের অনেক বড় ক্ষতি হয়েছে। তাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও গুজব ছড়িয়ে পড়ে। যার ফলে গ্রাহক এবং আমানতকারীরা বিভ্রান্ত হচ্ছেন এবং ব্যাংকিং খাতের প্রতি তাদের আস্থা কমে যাচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us