ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরার উপকারের কথা আমাদের সবারই জানা। প্রাকৃতিক উজ্জ্বল ও ঝলমলে চুলের জন্য নিয়মিত অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন। চুলের বৃদ্ধি বাড়াতেও এর ভূমিকা রয়েছে। জেনে নিন চুলের যত্নে কীভাবে এই উপকারী ভেষজ ব্যবহার করবেন।
- অ্যালোভেরার জেল সরাসরি লাগান চুলের গোড়ায় ও চুলে। ৩০ মিনিট অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে অ্যালোভেরা জেল। ফলে চুল বাড়ে দ্রুত।
- নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। চুল নরম হবে।
- চুলের বৃদ্ধি দ্রুত করতে ক্যাস্টর অয়েলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্লেন্ড করে চুলে লাগান। ধুয়ে ফেলার আগে আধা ঘণ্টা অপেক্ষা করুন।
- মাথার ত্বকের পিএইচ ঠিক রাখতে বানিয়ে ফেলুন অ্যালোভেরা জেল ও দইয়ের প্যাক। চুলে ৪৫ মিনিট লাগিয়ে রাখুন এটি।
- চুল ময়েশ্চারাইজ করতে মধু ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
- প্রোটিনে ভরপুর ডিম মিশিয়ে নিন অ্যালোভেরা জেলের সঙ্গে। চুলে লাগিয়ে অপেক্ষা করুন ২৫ থেকে ৩০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
- গ্রিন টি লিকার মিশিয়ে পেস্ট করে নিন অ্যালোভেরা জেল। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।