২০২৪-২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশের অর্থনীতি ধারাবাহিকভাবে অস্থিতিশীলতা কাটিয়ে উঠেছে। কিছু খাতে উন্নতিও হয়েছে। এই সময় আমদানি, রপ্তানি, প্রবাসী আয় ও বিদেশি মুদ্রার রিজার্ভ বেড়েছে।
কিন্তু উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ে ঘাটতি, সরকারি ব্যয় হ্রাস, কর্মসংস্থান ও বিনিয়োগের গতি কমে যাওয়ার মতো সমস্যা আছে বলে জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।
অর্থনীতির ত্রৈমাসিক পর্যালোচনায় এমসিসিআই বলেছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের অভ্যন্তরীণ ঋণপ্রবাহ কমে গেছে। এই সময় ঋণপ্রবাহ বৃদ্ধির হার ছিল ৯ দশমিক ১০ শতাংশ। আগের বছরের একই সময়ে যা ছিল ১২ দশমিক ৮৯ শতাংশ।