স্বৈরাচার বিদায় হয়েছে, এখন দেশ গঠনের পালা : তারেক রহমান

কালের কণ্ঠ প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪, ১৮:০০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামী দিনে মেধা দিয়ে ভালো পেশাদার খেলোয়াড় তৈরি করতে হবে। ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে। সেটা করতে হলে আমাদের পরিকল্পনা তৈরি করতে হবে।’


আজ বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার শহীদ আবুল কাশেম কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এসময় তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘আগামীতে বিএনপি ক্ষমতায় এলে দেশে-বিদেশে জনপ্রিয় এমন ৮-১০টি খেলা আমরা বাছাই করব। এরপর দেশের মাটি থেকে, এই দেশের সন্তানদের ভেতর থেকে সেসব খেলার জন্য ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসবে। তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলব। যাতে আমরা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারি।’


তিনি বলেন, ‘আমরা দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে। এখন দেশ গঠনের পালা। আমাদের শুধু মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার থাকলেই চলবে না, মেধা দিয়ে পেশাদার খেলোয়াড়ও তৈরি করতে হবে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us