দু’দিন আগেই শেষ হয়েছে আইপিএলের মেগা নিলাম। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় বসেছিল ক্রিকেটার বিকিকিনির সবচেয়ে বড় এই আয়োজন। দীর্ঘদিন ধরেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের তকমা গায়ে লেগে আছে আইপিএলের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আরেকটি নতুন মৌসুমের আবহেই এবার কার্যত হাটে হাঁড়ি ভাঙলেন টুর্নামেন্টটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি।
২০০৮ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি থাকতে তার নেতৃত্বে আইপিএল শুরু হয়েছিল। সেই মোদি এখন আইপিএল তো বটেই, নানা অনিয়মের কারণে ভারতের ক্রিকেটেই আজীবনের জন্য নিষিদ্ধ। থাকেন লন্ডনে। সম্প্রতি সেখানেই এক সাক্ষাৎকারে জনপ্রিয় এই ক্রিকেট লিগটিতে আম্পায়ার নিয়ে গড়াপেটা, নিলামে জালিয়াতি নিয়ে রীতিমতো বোমা ফাটালেন। ললিত মোদির কাঠগড়ায় সাবেক ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি এন শ্রীনিবাসন।