চট্টগ্রামে সংঘাতে এক আইনজীবীর প্রাণহানির প্রতিক্রিয়ায় হিন্দুদের সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবির মধ্যে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘কেউ অপরাধ করলে তার দায় ব্যক্তির, কোনো দল বা গোষ্ঠীর নয়’।
বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাসান আরিফ বলেন, “কোনো একজন ব্যক্তি যদি কোন সন্ত্রাসী কার্যক্রম করে থাকে তাহলে সে ব্যক্তিটিই দায়ী হবে। তার ব্যক্তি পরিচয়, সামাজিক পরিচয়, ধর্মীয় পরিচয়, রাজনৈতিক পরিচয়, কোনো কিছুই সামনে আসবে না। উঠে আসবে শুধু এই ব্যক্তি সন্ত্রাসী।
“তাই কাউকে কোনো সংগঠনের বলাটা আমরা পরিহার করি। একক অপরাধের জন্য কোনো সংগঠন, দল বা কোন গোষ্ঠীকে আঙুল তোলা উচিত নয়।”
সন্ত্রাসী কার্যক্রমের জন্য যে সাজা হওয়া দরকার সেটা রাষ্ট্রদ্রোহিতায় হোক বা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার উসকানিদাতা হোক, অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।