বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নবায়নযোগ্য শক্তিনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য আরেক দফা কর ছাড় দিয়ে প্রণোদনার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।
এখন থেকে এমন নতুন বিদ্যুৎকেন্দ্র মোট ১৫ বছরের কর অব্যাহতি পাবে; এরমধ্যে ১০ বছরের জন্য পুরো আয়কর অব্যাহতি এবং পাঁচ বছরের জন্য বিভিন্ন হারে আয়কর ছাড়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার এক মাসের মাথায় আগের প্রজ্ঞাপন বাতিল করে আরও পাঁচ বছরের বাড়তি কর সুবিধা দেওয়ার নতুন প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে গত ২৯ অক্টোবর নবায়নযোগ্য শক্তির বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে প্রথম পাঁচ বছরে পুরো আয়কর অব্যাহতি এবং পরের পাঁচ বছরের জন্য কর ছাড় দিয়েছিল।
নতুন সিদ্ধান্তের ফলে নবায়নযোগ্য শক্তির কোনো বিদ্যুৎকেন্দ্র ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে উৎপাদনে গেলে সেটি আয়ের ওপর প্রথম ১০ বছর আয়কর অব্যাহতি এবং পরবর্তী পাঁচ বছর বিভিন্ন হারে আয়কর ছাড় পাবে।