অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশ। তবে দল হারলেও ব্যক্তিগতভাবে ভালো পারফর্ম করেছেন জাকের আলী ও তাসকিন আহমেদ। তার প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। বেশ বড় লাফ দিয়েছেন এই দুই ক্রিকেটার।
ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেয়েছেন তাসকিন। ১৬ টেস্টের ক্যারিয়ারে আগে তিনবার চার উইকেট পেলেও ফাইফার পাওয়া হয়নি। সেদিন ৬৪ রানের খরচায় পান ৬ উইকেট। তাতে র্যাঙ্কিংয়ের নতুন হালনাগাদে ১৬ ধাপ এগিয়ে ৫১ নম্বরে আছেন এই পেসার।
টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে থাকা তাইজুল ইসলাম পাঁচ ধাপ পিছিয়ে নেমে গিয়েছেন ২৩ নম্বরে। এক ধাপ নেমে ২৬ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। হাসান মাহমুদ দুই ধাপ নেমে ৫৭ নম্বর এবং শরিফুল ইসলাম চার ধাপ নেমে আছেন ৬৭ নম্বরে।