বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ প্রতিদিন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। চ্যাট নিরাপত্তা, এইচডি কোয়ালিটি ছবি, ভিডিও আদান-প্রদান করা যায় খুব সহজে। প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নানান ফিচার যুক্ত করছে।
অনেকে অসংখ্য গ্রুপে যুক্ত থাকছেন হোয়াটসঅ্যাপে। তবে সব গ্রুপে অ্যাক্টিভ থাকা সম্ভব হচ্ছে না। যাদের এই সমস্যায় পড়তে হচ্ছে, তাদের জন্য নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ। গ্রুপের মধ্যে যোগাযোগ বাড়াতে নতুন ফিচার আনতে চলেছে মেটা। এতে গ্রুপের সব তথ্য ইউজারের হাতের মুঠোয় থাকবে।
ফিচার নাম ‘গ্রুপ মেনশন ফিচার’। ইউজাররা এই ফিচারের সাহায্যে এখন স্ট্যাটাস আপডেটে পুরো গ্রুপ চ্যাট দিতে পারবেন। ফলে সহজেই তথ্যের আদান প্রদান করতে পারবে অ্যাকটিভ গ্রুপগুলো। গ্রুপ সদস্যদেরও সুবিধা হবে। এমনটাই জানিয়েছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।