যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ই–মেইল করে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগেই তাঁদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরে আসার পরামর্শ দিয়েছে।
আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময় তিনি হোয়াইট হাউসে ফিরলে অভিবাসীদের গণবিতাড়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ জন্য দেশটির সামরিক বাহিনীর সহায়তা নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
৫ নভেম্বরের ভোটে জয়ের পর ট্রাম্প নিজের সেই প্রতিশ্রুতি পূরণে উদ্যোগ নিতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে ‘উদ্বেগ’ তৈরি হয়েছে বলে জানিয়েছেন কলোরাডো ডেনভার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লো ইস্ট।