শিক্ষায় বিনিয়োগ বাড়লে লাভ কী?

ঢাকা পোষ্ট কামরুল হাসান মামুন প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫৭

শিক্ষায় বিনিয়োগ বাড়লে আসলে লাভ কী? লাভ অবশ্যই আছে। সেই লাভ আসে দীর্ঘমেয়াদে। লাভ যখন আসতে শুরু করবে তখন বিনিয়োগকারী হিসেবে সেই সরকার বা ক্ষমতাসীন দল ক্ষমতায় না থাকার সম্ভাবনা বেশি। তাই তখন লাভ বা সুবিধা ভোগ করবে অন্য সরকার বা ক্ষমতাসীন দল। এক সরকার বা এক দলের বিনিয়োগের ফসল অন্য সরকার বা দল পাবে এটা আমাদের দেশের কোনো সরকার বা দল মানতে পারে না।


বিনিয়োগের আসল লাভ দেশ এবং দেশের জনগণ পাবে এটা আমাদের কোনো রাজনৈতিক দলই মানতে নারাজ। দেশের লাভ যে নিজের লাভের ঊর্ধ্বে এটা বোঝার মতো জ্ঞান বা দূরদৃষ্টি আমাদের কারও নেই। যেই বিনিয়োগে নগদ লাভ তার চেয়ে দীর্ঘমেয়াদি লাভ অনেক বেশি টেকসই। সেই লাভ দেখতে হলে দূরদৃষ্টিসম্পন্ন হতে হয়।


শুধু সরকার নয়, বেসরকারি পর্যায়েও এই বিনিয়োগ আসতে পারে। বিনিয়োগ তখনই আসবে তখন সরকার বা বেসরকারি পর্যায়ের বিত্তশালীদের সদিচ্ছা থাকবে। প্রশ্ন হলো, সেই সদিচ্ছা কি আছে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us