বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে একদিনের মধ্যে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে জোটের নেতারা চলমান ‘অহিংস আন্দোলন’ আরও জোরালো করার হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে তারা রাজধানীর শাহবাগে ও চট্টগ্রামে আদালত চত্বরে সনাতনীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কেন্দ্রীয় প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার বুধবারের মধ্যে চিন্ময় দাশকে মুক্তি দেওয়ার দাবি তুলে ধরেন। তা না হলে সারাদেশে ‘অহিংস আন্দোলন’ আরও বেগবান করার হুঁশিয়ারি দেন তিনি।