শীতের হিম হিম সকালে লেপ মুড়ি দিয়ে ঘুমানোর মজাই আলাদা। আড়মোড়া ভেঙে উঠতে এ সময় কারই–বা মন চায়। তবে এই আবহাওয়ায় যাঁদের বাইরে কাজে যেতে হয়, তাঁদের জন্য একটু কষ্টকরই বটে।
যদিও ঢাকায় এখন লম্বা সময় ধরে হাড়কাঁপানো শীত পড়ে না। অন্যদিকে কেবল ভারী চাদর আর মোটা উলের পোশাকে শীত তাড়ানোর ফ্যাশন গত হয়েছে সেই কবেই। বাড়িতে বাড়িতে ওয়ার্ডরোব বা আলমারি থেকে নামিয়ে পুরোনো শীতকাপড় রোদে দিয়ে পরার চল তো আছেই, এ ছাড়া শীতের জন্য স্টাইলিশ আউটফিট কেনার বাজেট রাখেন অনেকেই।
এ জন্য তাই প্রতিবছর ফ্যাশন হাউস ও ডিজাইনারদের সংগ্রহেও আনতে হয় নিত্যনতুন শীতপোশাক।