ডেমরায় তিন কলেজের সংঘর্ষে কেউ নিহত হননি, আহত ২৫ শিক্ষার্থী: ডিএমপি

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১৮:৩৮

ডেমরায় কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।   


আজ সোমবার সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, সংঘর্ষে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজন নিহতের কথা বলে অনেকেই অপপ্রচার চালাচ্ছেন, যা মোটেই সঠিক নয়।


তিনি সংশ্লিষ্ট সবাইকে ডিএমপির পক্ষ থেকে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান বিজ্ঞপ্তিতে। 


এর আগে ডিএমআরসির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামীরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংঘর্ষে তাদের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছিল।


আজ সকালে তিন কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সেখানে সেনাবাহিনী, পুলিশ ও ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us