সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকে স্বল্পমেয়াদি আমানত রাখলে সুদ বেশি পাওয়া যাচ্ছে। দীর্ঘমেয়াদি আমানতেই বরং সুদ কম। আবার ব্যাংকের ধরনভেদে সুদের হারে তারতম্য রয়েছে। রাষ্ট্রমালিকানাধীন অর্থাৎ সরকারি ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, বিদেশি মালিকানাধীন ব্যাংক ও বেসরকারি ব্যাংক—এই চার ধরনের ব্যাংকের মধ্যে এখন স্বল্পমেয়াদি আমানতে সবচেয়ে বেশি সুদ বেসরকারি ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বরভিত্তিক সুদহারসংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি ব্যাংকে এক বছরের কম মেয়াদি স্থায়ী আমানতের (এফডিআর) ক্ষেত্রে গড় সুদহার ৯ দশমিক ৩৮ শতাংশ। আর এক বছরের বেশি মেয়াদি স্থায়ী আমানত ও ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএসের ক্ষেত্রে গড় সুদহার ৯ দশমিক ২৪ শতাংশ। সরকারি ব্যাংকে এক বছর মেয়াদি স্থায়ী আমানতের গড় সুদহার ৮ দশমিক ৪৫ শতাংশ। আর এক বছরের বেশি মেয়াদের স্থায়ী আমানত ও ডিপিএসের ক্ষেত্রে এই গড় সুদহার ৮ দশমিক ২২ শতাংশ। বিশেষায়িত ব্যাংকের ক্ষেত্রে এক বছরের কম মেয়াদি স্থায়ী আমানতের ক্ষেত্রে গড় সুদহার ৭ দশমিক ৯১ শতাংশ। এক বছরের বেশি মেয়াদের স্থায়ী আমানত ও ডিপিএসের ক্ষেত্রে এই সুদহার ৭ দশমিক ৮৬ শতাংশ। এ ছাড়া বিদেশি ব্যাংকের ক্ষেত্রে এক বছরের কম মেয়াদি স্থায়ী আমানতের গড় সুদহার ৬ দশমিক ৮৪ শতাংশ। এক বছরের বেশি মেয়াদের স্থায়ী আমানত ও ডিপিএসের ক্ষেত্রে এই সুদহার ৫ দশমিক ৩৩ শতাংশ।
আগস্টের তুলনায় সেপ্টেম্বরে সব ধরনের ব্যাংকে স্বল্পমেয়াদি আমানতের গড় সুদহার বেড়েছে। আগস্টে সরকারি ব্যাংকে স্বল্পমেয়াদি আমানতের গড় সুদহার ছিল ৮ দশমিক ৩০ শতাংশ। আর এক বছরের বেশি সময়ের এফডিআর ও ডিপিএসের ক্ষেত্রে এই সুদহার ছিল ৮ দশমিক ০৬ শতাংশ। বিশেষায়িত ব্যাংকে আগস্টে স্বল্পমেয়াদি আমানতের গড় সুদ ছিল ৭ দশমিক ২৮ শতাংশ। আর এক বছরের বেশি মেয়াদি আমানতে এই সুদহার ছিল ৭ দশমিক ২১ শতাংশ। বিদেশি ব্যাংকের ক্ষেত্রে আগস্টে স্বল্পমেয়াদি আমানতের গড় সুদ ছিল ৬ দশমিক ৪৯ শতাংশ। আর এক বছরের বেশি মেয়াদের আমানতে এই সুদহার ছিল সোয়া ৫ শতাংশ। বেসরকারি ব্যাংকে আগস্টে এক বছরের কম মেয়াদি আমানতের গড় সুদ ছিল ৯ দশমিক ২৮ শতাংশ আর এক বছরের বেশি মেয়াদি আমানতের গড় সুদ ছিল ৯ দশমিক ১৩ শতাংশ।