ভয়েস মেসেজের মাধ্যমে অন্যদের পাঠানো বার্তা লিখিত আকারে পড়ার সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা সহজেই অন্যদের পাঠানো ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তর করে পড়তে পারবেন। এর ফলে আশপাশে শব্দ হলে বা পথচলার সময় সহজেই অন্যদের পাঠানো ভয়েস মেসেজ বার্তা আকারে পড়া যাবে। শুধু তা–ই নয়, ভয়েস মেসেজে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলাদা করে লিখে সংরক্ষণ করতে হবে না।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, নতুন এই সুবিধা আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। প্রাথমিকভাবে সুবিধাটি নির্দিষ্ট কয়েকটি ভাষায় ব্যবহার করা যাবে। তবে সুবিধাটি কোন কোন ভাষায় ব্যবহার করা যাবে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ। এমনকি ভয়েস মেসেজ লিখিত আকারে প্রদর্শনের সময় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি ব্যবহার করা হবে কি না, সে বিষয়েও কোনো তথ্য জানায়নি অ্যাপটি।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ভয়েস মেসেজ বার্তায় রূপান্তরের জন্য সেটিংস অপশনে প্রবেশ করে চ্যাটস ট্যাপ করতে হবে। প্রদর্শিত অপশন থেকে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন অপশনে ক্লিক করে কোন ভাষায় বার্তা দেখতে আগ্রহী, তা নির্বাচন করতে হবে। এরপর অন্যদের পাঠানো নির্দিষ্ট ভয়েস মেসেজ কিছুক্ষণ চেপে ধরে মেন্যু থেকে ‘ট্রান্সক্রাইব’ অপশন নির্বাচন করতে হবে।