৭ কারণে আলোচনায় শাকিব খানের ‘দরদ’

প্রথম আলো প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫৯

গত ১৫ নভেম্বর শুক্রবার মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘দরদ’। শাকিব খান অভিনীত সিনেমাটি নিয়ে অনেক দিন ধরে নানা আলোচনা চলছে অন্তর্জালে। মুক্তির প্রথম দুই দিন জমেছিল। তবে ১৭ নভেম্বর রোববার থেকে বিশেষ করে সিঙ্গেল হলে ভাটা পড়ে এ সিনেমায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আগের মতোই আলোচনা হচ্ছে। কিন্তু কেন সিনেমাটি নিয়ে এত আলোচনা? জেনে নেওয়া যাক সম্ভাব্য ৭ কারণ।


শাকিব খান
‘দরদ’ নিয়ে আলোচনার জন্য কেবল শাকিব খানই যথেষ্ট। গত কয়েক বছর ধরে বড় পর্দায় নিজেকে নতুনভাবে মেলে ধরছেন ঢাকাই ছবির এই শীর্ষ নায়ক। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ থেকে ‘তুফান’–এ পাওয়া গেছে অভিনেতা শাকিবকে। তিন ছবিতেই ভিন্ন ভিন্ন লুকে, ভিন্ন চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। ‘দরদ’–এও তাঁকে নতুনভাবে আবিষ্কার করেছে ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিবের ‘দরদ’ লুক শেয়ার করছেন অনেকে।


উৎসব ছাড়া মুক্তি
ঢাকাই সিনেমা এখন অনেকটা ঈদনির্ভর। বছরের দুই উৎসবে কেবল বড় সিনেমা মুক্তি পায়, অন্য সময়ে প্রযোজকেরা সেভাবে বড় পরিসরে নির্মিত সিনেমা মুক্তির আগ্রহ দেখান না। এসব নিয়ে বিস্তর আলাপ হলেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। তবে এবার উৎসব ছাড়াই মুক্তি পেয়েছে ‘দরদ’, এর ফলে ছবিটি নিয়ে আলাদা করে আগ্রহ তৈরি হয়েছিল শুরুতে।


বিরতির পর বড় সিনেমা
গত জুন মাসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বড় বাজেটের সিনেমা। এরপর দেশের পরিস্থিতির কারণে অনেক দিন সিনেমা মুক্তিই বন্ধ ছিল। পরে যেসব সিনেমা এসেছে, সেগুলো তেমন আলোচনায় ছিল না। সেখান থেকে ‘দরদ’ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকেরা আশা করেছিলেন, বিরতির পর এ ছবিটি দর্শককে নতুন করে হলমুখী করতে ভূমিকা রাখতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us