বয়স বেড়ে গেলে নারী-পুরুষ উভয়েরই সন্তান ধারণের ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হয়। নারীদের অনেক সময় শরীরে ডিম্বাণু তৈরি হওয়াও বন্ধ হয়ে যায়। আবার পুরুষদেরও বাবা হওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট বয়স আছে। তার বেশি বয়স হলে, সমস্যায় পড়তে হয় পুরুষদেরও।
ম্যাচুরিটাস জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদেরও বাবা হওয়ার ক্ষমতা কমতে থাকে। এক্ষেত্রে শুক্রাণুর উৎপাদন কমে আসে, এমনকি এর গুণগত মানও কমতে থাকে।