স্বাস্থ্য খাতে ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘গ্রোক’–এর ব্যবহার নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ব্যবহারকারীরা এক্স (সাবেক টুইটার)–এ এক্স-রে, এমআরআই এবং সিটি স্ক্যানের মতো সংবেদনশীল চিকিৎসাচিত্র বিশ্লেষণের জন্য গ্রোক ব্যবহার করছেন বলে জানা গেছে।
মাস্ক এই প্রবণতাকে উৎসাহিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রোক এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও এটি রোগনির্ণয়ে ভালো ফল দেখাচ্ছে। ব্যবহারকারীদের তথ্য বা ডেটা ব্যবহার করে গ্রোকের রোগনির্ণয় দক্ষতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ফলে চ্যাটবটটি স্বাস্থ্যসেবা ক্ষেত্রে দ্রুত ফলাফল দিতে সহায়ক হতে পারে। তবে এই উদ্যোগ তথ্যের যথার্থতা, গোপনীয়তা এবং নৈতিকতা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি করেছে।