গুগলের থেকে ক্রোমকে কেন আলাদা করতে যায় আমেরিকা?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ১৩:০১

গুগলে যখন যা খুশি সার্চ করছেন। যখন যা খুশি জানতে ইচ্ছা করছে জেনে নিতে পারছেন মুহূর্তের মধ্যেই। গুগলের সেরা ব্রাউজার গুগল ক্রোম। গুগল ছাড়াও অসংখ্য সার্চ ইঞ্জিন রয়েছে। তবে সেগুলোর ব্যবহার খুবই সীমিত। তবে মার্কিন যুক্তরাষ্ট্র গুগল থেকে ক্রোমকে আলাদা করতে চাইছে।


গলের এই একচ্ছত্র আধিপত্য আর ভাল চোখে দেখছে না মার্কিং যুক্তরাষ্ট্রের সরকার। সেই কারণে এক বিরাট সিদ্ধান্ত উপনীত হয়েছে তারা।


মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস প্রস্তাব এনেছে গুগলের থেকে ক্রোমকে আলাদা করে দেওয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এক বিচারককে বলেছে তিনি যেন গুগলের থেকে ক্রোমকে আলাদা করে বিক্রি করে দেওয়ার নির্দেশ জারি করেন। অর্থাৎ গুগল কর্তৃপক্ষকে তাদের ক্রোম ওয়েব ব্রাউজার বিক্রি করার কথা বলা হয়েছে মার্কিং সরকারের পক্ষ থেকে।


মূলত গুগলের একচ্ছত্র আধিপত্য কমাতেই মার্কিনিরা এমন সিদ্ধান্ত নিয়েছে। গত আগস্টে কলম্বিয়া ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অজয় মেহতা একটু যুগান্তকারী রায়দান করেছিলেন। গুগলের উদ্দেশ্যে একচেটিয়া ব্যবসা করা এবং অন্যান্য কোনো সংস্থাকেই সুযোগ না দেওয়ার গুরুতর অভিযোগ এনে দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন তিনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us