শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক এমনকি ঠোঁট ফাটাও স্বাভাবিক। তবে শুধু কি আবহাওয়ার কারণেই ঠোঁট ফাটে, নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ?
অনেকের শুধু শীতে নয়, সারাবছরই ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। এর কারণ হতে পারে আপনার বদভ্যাস। কিছু বদভ্যাসের কারণে ঠোঁট ফাটার সমস্যা বাড়ে। যেমন-
ঠোঁটের চামড়া ওঠানো
অনেকে দাঁত দিয়ে ক্রমাগত ঠোঁটের চামড়া ওঠান। আবার কারও বদভ্যাস হাত দিয়েই ঠোঁটের চামড়া ছিঁড়ে ফেলা। এই অভ্যাস থাকলে ঠোঁট ফাটার সমস্যা বাড়বে।
দাঁত দিয়ে ঠোঁট কামড়ানো
অনেকে একটু নার্ভাস হলেই দাঁত দিয়ে ঠোঁট কামড়ান। কারও আবার বারবার জিহ্বা দিয়ে ঠোঁট চেটে নেওয়ার অভ্যাস থাকে। এই অভ্যাসের কারণেও ঠোঁট ফাটার সমস্যা বাড়তে পারে।