কোনো কোনো স্মৃতিতে মলিনতা বাসা বাঁধে না, উজ্জ্বল থাকে বছরের পর বছর, হিন্দি সিনেমা ‘বীর জারা’ তেমনই একটি কাজ; আপ্লুত হয়ে এ কথা বলেছেন এই সিনেমার অভিনেত্রী প্রীতি জিনতা।
ভারত-পাকিস্তানের মৈত্রীর বার্তা দেওয়া ‘বীর জারা’ মুক্তির দুই দশক পূর্তিতে সোশাল মিডিয়ায় সিনেমা নিয়ে এসব কথা বলেছেন প্রীতি।
হিন্দুস্তান টাইমস লিখেছে, যশ চোপড়া পরিচালিত ‘বীর জারা’য় তুলে ধরা হয়েছিল চিরন্তন প্রেমের গল্প; এতে প্রীতি ও শাহরুখ ছিলেন প্রধান চরিত্রে, রানি মুখার্জিকে পাওয়া যায় একটি বিশেষ চরিত্রে।
আরো অভিনয় করেন অমিতাভ বচ্চন, দিব্যা দত্ত, কিরণ খের, হেমা মালিনী, মনোজ বাজপেয়ী এবং বোমান ইরানি।
পুরনো জনপ্রিয় সিনেমা মুক্তি দিয়ে প্রেক্ষাগৃহে দর্শক ফেরানোর নতুন ধারায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে ফের প্রেক্ষাগৃহে আসে ‘বীর জারা’।
এক্সে প্রীতি সিনেমার গান প্রকাশ করে লিখেছেন, “দারুণ! বিশ বছর হয়ে গেছে অথচ মনে হচ্ছে গতকালের ঘটনা। এই সিনেমাটি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখিয়েছিল।