ইউরোপে অবস্থান শক্ত করতে প্রিমিয়াম স্মার্টফোন বাজারের দিকে মনোযোগ দিয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো। ফোল্ডেবল ডিভাইস, উন্নত ক্যামেরা ও সুপারফাস্ট চার্জারের মতো প্রযুক্তির মাধ্যমে ক্রেতা আকর্ষণের সুযোগ দেখছে কোম্পানিগুলো। খবর ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।
আগামী তিন বছরের মধ্যে ইউরোপের বাজারে নিজেদের হিস্যা দ্বিগুণ করার লক্ষ্য শেনজেনভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমির। প্রতিষ্ঠানটি ২০২০ সাল থেকে গত বছর পর্যন্ত ইউরোপে বিক্রি ২৭৫ শতাংশ বাড়িয়েছে। আগামী তিন-পাঁচ বছরের মধ্যে ইউরোপে তারা নিজেদের বাজার হিস্যা ৪ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে।