কৃত্রিম বুদ্ধিমত্তার কাজের মানের সঙ্গে ভদ্রতার সম্পর্ক
ডিজিটাল শিষ্টাচারের বিষয়টি আদতে বিজ্ঞানসমর্থিত। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এআই সিস্টেমগুলোর সঙ্গে ভদ্র আচরণ করার মাধ্যমে আমরা দুইভাবে লাভবান হতে পারি। এআইয়ের সঙ্গে নম্র আচরণ করলে এআইয়ের আউটপুটের উন্নতি হয়। শুধু তা–ই নয়, যন্ত্রের প্রতি নম্র আচরণের মাধ্যমে আমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আরও উন্নত হয়।
নম্র আচরণ করলে এআই তুলনামূলক ভালো কাজ করে
গবেষণায় দেখা গেছে, যন্ত্রের সঙ্গে নম্র আচরণ শুধু শিষ্টাচারই নয়, এতে এআইয়ের কার্যক্রমের উল্লেখযোগ্য উন্নতি হয়। গবেষণাটিতে ইংরেজি, চীনা ও জাপানি ভাষায় এআইয়ের ওপর গবেষণা চালানো হয়। তাতে দেখা গেছে, অভদ্র ভাষায় যদি এআইয়ের প্রম্পট বা নির্দেশনা দেওয়া হয়, তাহলে এআইয়ের কার্যক্রম দুর্বল হয়ে যায়। ভুল ও পক্ষপাতমূলক তথ্যের পরিমাণ বাড়ে, অনেক জরুরি তথ্য বাদ পড়ে যায়।